ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সেই ছাত্রীর আত্মহত্যার ঘটনা তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
সেই ছাত্রীর আত্মহত্যার ঘটনা তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: নারায়ণগঞ্জে পরীক্ষায় বহিষ্কৃত স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সেখানকার গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবাকে নকল করার দায়ে বহিষ্কার করে বের করে দেওয়ার পর বৃহস্পতিবার সে অাত্মহত্যা করে।



শনিবার (১২ ডিসেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ জানান, অাত্মহত্যার ঘটনায় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
শিক্ষামন্ত্রী পরীক্ষাহলে শিক্ষক কর্তৃক অপমানিত হয়ে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুনকে নির্দেশ দিয়েছেন।

শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জের জেলা প্রশাসককেও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা
নেওয়ার নির্দেশ দিয়েছেন, বলেন সাইফুল্লাহ।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমঅাইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।