ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
জাবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে ‘বায়োটেকনোলজি-রিসেন্ট অ্যাডভান্সেস’ শীর্ষক আন্তর্জাতিক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সদস্য ও জাবি’র প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, বর্তমান শতক জীব ও তথ্যপ্রযুক্তির। এ দু’টি ক্ষেত্রে উৎকর্ষ সাধন ও মানুষের কল্যাণে বড় ধরনের ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।

সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি ড. মোহাম্মদ শাহেদুর রহমান। গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পল মিলনার, অধ্যাপক ড. নিকোলা স্টোন হাউস ও ড. ডারেন টমলিনসন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।