ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা দিবস পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা দিবস পালিত

ঢাকা: ‘সবার জন্য স্বাস্থ্য- সঠিক, প্রয়োগপযোগী, বিলম্বিত’ এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস।

শনিবার (১২ ডিসেম্বর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথ (জেপিজিএসপিএইচ) এর কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজার ফারাশা বশির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, দিবসটি উপলক্ষে রাজধানীর মহাখালী জেপিজিএসপিএইচ’র মূল চত্বরে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সরকারি, বেসরকারি, এনজিও ও অন্যান্য সংগঠনের অংশীদাররা অংশ নেন।

এর আগে শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জাতীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এক্সিলেন্স ইউনির্ভাসল হেলথ কভারেজ (সিওইইউএইচপি)।
 
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।