ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির বিজয় একাত্তর হলে বিক্ষোভ মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ঢাবির বিজয় একাত্তর হলে বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট।

তাদের এ মিছিলে সরাসরি অংশ না নিলেও বিভিন্ন ফ্লোর থেকে করতালি দিয়ে দাবির সমর্থন দিতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের।



সোমবার (০৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে হলের বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে মিছিল করার পর ম‍ূল গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন ঢাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহসিন মাহমুদসহ অন্যরা।

হলের ফি ৩ হাজার ৩শ’ টাকা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, অযৌক্তিকভাবে ফি আরোপ করে হল ব্যবসা প্রতিষ্ঠান বানাতে চায় হল কর্তৃপক্ষ। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিছুতেই তাদের এ সিদ্ধান্ত মেনে নেবে না।

তাদের বক্তব্যের সময় হলের বিভিন্ন ফ্লোর থেকে দাবির পক্ষে সমর্থন জানিয়ে করতালি দেন হলের সাধারণ শিক্ষার্থীরা।

সমাবেশে অংশ নিয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী বাংলানিউজকে বলেন, আমরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত একই সময়ে হলের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল করবো।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘন্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসএ/টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।