ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ভর্তি কার্যক্রম শুরু ১০ ডিসেম্বর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
রুয়েটে ভর্তি কার্যক্রম শুরু ১০ ডিসেম্বর

রাবি: আগামী ১০ ডিসেম্বর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে রুয়েটের জনসংযোগ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ ডিসেম্বর সকাল ৯টায় মেধা তালিকার ‘ক’ গ্রুপের ১ থেকে ৭৮০তম পর্যন্ত এবং ‘খ’ গ্রুপের ১ থেকে ৩০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

ভর্তির নিয়মাবলী এবং প্রয়োজনীয় তথ্যাবলী প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) পাওয়া যাবে।

চলতি শিক্ষাবর্ষে রুয়েটের ১২টি বিভাগে মোট ৮১৫ ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।