ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
বাকৃবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর এক বছরের কারাদণ্ড হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুর ভ্রাম্যমাণ আদালত এ সাজার নির্দেশ দেন।

এছাড়া তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এরআগে দুপুর ১২টার দিকে ভর্তি পরীক্ষা চলাকালে প্রক্সি দিতে এসে আটক হন ঢাবির ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র রাসেল সোহরাব।

হল পরিদর্শক ও প্রক্টর কার্যালয় সূত্র জানায়, দুপুরে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২২৫ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে হল পরিদর্শক রাসেল সোহরাবের সঙ্গে প্রবেশপত্রের ছবির অসামঞ্জস্যতা চিহ্নিত করেন। পরীক্ষা শেষে তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসা হয়।

সেখানে জিজ্ঞাসাবাদে ঢাবি শিক্ষার্থী জানান, মো. কাওসার হামিদ কল্লোল নামে এক শিক্ষার্থীর প্রক্সি দিতে এসেছেন তিনি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দুই শিফটে ১৭টি কেন্দ্রে বাকৃবির  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।