ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে জাদুঘর প্রতিষ্ঠায় আলোচনা সভা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
জবিতে জাদুঘর প্রতিষ্ঠায় আলোচনা সভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহ কার্যক্রম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন নীল দলের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির এক অনন্য ইতিহাস। সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। সবাই যেন গর্বের সঙ্গে বলতে পারে, ‘মুক্তিযুদ্ধ জাদুঘর, আমার জাদুঘর’।
 
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং সবাইকে এই জাদুঘর প্রতিষ্ঠায় তবহিল সংগ্রহে এগিয়ে আসার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহ কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় নীল দলের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ জাদুঘর তহবিল সংগ্রহ কমিটির সদস্য সচিব ড. আবুল কালাম ও মো. লুৎফর রহমান। সভায় সভাপতিত্ব করেন নীল দলের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান।
 
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীল দলের পক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা তহবিলে সহায়তা চেক মফিদুল হকের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধের তিনটি উল্লেখযোগ্য চলচ্চিত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে খুব শিগগিরই দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।