ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বশেমুরবিপ্রবি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বশেমুরবিপ্রবি থেকে: গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মানবিক অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর ) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে পরীক্ষা শুরু হয়।

৮০ নম্বরের এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত চলে ।
এবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটে ১৬০ আসনের বিপরীতে ২ হাজার ৭৪৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভর্তি জালিয়াতি ও প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং বাইরে যোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তির জন্য ভ্রাম্যমাণ আদালতও ছিল ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।