ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স কোর্সে ভর্তির দ্বিতীয় তালিকা প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
মাস্টার্স কোর্সে ভর্তির দ্বিতীয় তালিকা প্রকাশ

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স বা ডিপ্লোমা প্রফেশনাল ভর্তির দ্বিতীয় মেধা তালিকা মঙ্গলবার (০১ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, মোবাইলে এসএমএসের মাধ্যমে মাস্টার্স বা ডিপ্লোমা প্রফেশনাল ভর্তির ২য় মেধা তালিকার ফল জান‍া যাবে।

এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU<স্পেস>ATPM<স্পেস>Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এছাড়া ওইদিন রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকেও ফল পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।