ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে ACCA এডমিশন ফেয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে ACCA এডমিশন ফেয়ার

ঢাকা: চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে (সিইউসি) শুরু হয়েছে সাতদিন ব্যাপী Association of Chartered Certified Accountants (ACCA) এডমিশন ফেয়ার।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) এ ফেয়ার শুরু হয়েছে।

চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার্টার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে এসে ভর্তি এবং তথ্য নেওয়া যাবে।
 
সিইউসি’র ২০০তম ব্যাচ উপলক্ষে ‘Choose ACCA & change your life after HSC/ O’ Level’ এই স্লোগানে শুরু হওয়া এডমিশন ফেয়ারে মিলছে বিশেষ ছাড়। এছাড়াও ACCA এবং FD রেজিস্ট্রেশন করা যাবে একদম ফ্রি।

ACCA-র মাধ্যমে ইউনিভার্সিটি অব লন্ডন এবং অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির ডিগ্রি অর্জনের সুযোগ। এছাড়া Fundamental এবং Professional Level- এ (F4-F7)ভর্তি হতে লাগবে মাত্র ৭৫০০ টাকা।

সিইউসি’র ২০০তম ব্যাচের ক্লাস শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। ACCA এবং FD-তে সাপ্তাহিক ছুটির দিন এবং সান্ধ্যকালীন ক্লাসেরও ব্যবস্থা রয়েছে।

ঠিকানা: চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ, বাড়ি নম্বর ৫১, রোড ১০/এ, ধানমন্ডি।
মোবাইল: ০১৭২০৫৫৩২৭২, ০১৭২০৫৫৩২৭৮, ০১৭৩৩০২৭৫২৬।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।