ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

‘ক্রাশ প্রোগ্রামে’ কমে অাসছে সেশনজট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
‘ক্রাশ প্রোগ্রামে’ কমে অাসছে সেশনজট উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ

ঢাকা: শিক্ষার্থীদের অন্যতম প্রধান সমস্যা সেশনজট ‘ক্রাশ প্রোগ্রামের’ মাধ্যমে অনেক কমে আসছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ইডেন মহিলা কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইডেনের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরার সভাপতিত্বে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ড. হারুন বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি ছিলেন তিনি।

হারুন-অর-রশিদ বলেন, সেশনজট নিরসনে আমরা ক্রাশ প্রোগ্রাম নিয়েছি। সে অনুযায়ী ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ভর্তি কার্যক্রম এগিয়ে এনে পাঁচ মাসের মতো সময় সাশ্রয় করা হয়েছে। এছাড়া ডিসেম্বরের প্রথম দিন থেকে প্রথমবর্ষ সম্মানে ভর্তি হওয়াদের ক্লাস শুরু হচ্ছে, যখন কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখনও অনুষ্ঠিতই হয়নি।

আগামী বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আরও এগিয়ে আনা হবে বলেও জানান উপাচার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর গায়েত্রী চ্যাটার্জী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এইচ এম তায়েহীদ জামালসহ অন্য শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।