ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: পাঠ্য বিষয়ে বাস্তব অভিজ্ঞতা নিতে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে গেলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিবিএ ৮ম সেমিস্টারের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় ২৫ জন শিক্ষার্থী এক দিনের এ ট্যুরে ক্যাম্পাস ছাড়েন।



শিক্ষার্থীরা প্রথমে বাগেরহাটের মংলা যাবেন, সেখান থেকে তারা মংলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট কারখানা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন ট্যুরে অংশগ্রহণকারী শিক্ষার্থী জাকির হোসেন। তিনি বলেন, আমরা মূলত পড়াশুনার কাজে এই ট্যুরে যাচ্ছি। আমাদের এই  সেমিস্টারে ইন্ডাস্ট্রি রিলেটেড ১.৫ ক্রেডিটের একটা কোর্স আছে।

ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে শিক্ষার্থীদের সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সহযোগী অধ্যাপক মো. রোকনুজ্জামান, মো. উজ্জ্বল হুসাইন, ওমর ফারুক, ঈশিতা রায় ও মোস্তাফিজুর রহমান।

ট্যুরের সার্বিক ব্যবস্থাপনা আছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।