ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

উচ্চ শিক্ষায় বৃত্তি দিচ্ছে ভারত

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
উচ্চ শিক্ষায় বৃত্তি দিচ্ছে ভারত ছবি: প্রতীকী

ঢাকা: ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বৃত্তি দিচ্ছে ভারত সরকারের ভারতীয় সাংস্কৃতিক সম্বন্ধ পরিষদ (আইসিসিআই)।

এই স্কলারশিপ স্কিমের আওতায় মেডিসিন ছাড়া বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে অধ্যয়ন করা যাবে।



সোমবার (৩০ নভেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ স্কলারশিপ স্কিম, ইন্ডিয়া স্কলারশিপ স্কিম এবং কমনয়েলথ স্কলারশিপ স্কিমের আওতায় বাংলাদেশের মেধাবী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে দক্ষতা থাকতে হবে এবং কমপক্ষে ৬০শতাংশ নম্বর অথবা জিপিএ-৫ এর মধ্যে জিপিএ-৩ থাকতে হবে।

এসব বৃত্তির জন্য বিস্তারিত তথ্য/নির্দেশনাসহ আবেদনপত্র ঢাকায় ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ওয়েবসাইটের http://www.hcidhaka.gov.in/pages.php?id=1648 লিংকে গিয়ে ডাউনলোড করা যাবে।

প্রার্থীদের আবেদনপত্র ডাউনলোড ও পূরণ (টাইপ করা, হাতে লেখা নয়), স্বাক্ষর (হাতে করা স্বাক্ষর স্ক্যান করে) করে  সংশ্লিষ্ট কাগজপত্রপত্রসহ পিডিএফ ডকুমেন্ট হিসেবে নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

K. High Commission of India, Dhaka: [email protected]
L. Asst. High Commission of India, Chittagong: [email protected]
M. Asst. High Commission of India, Rajshahi: [email protected]

ই-মেইলে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার, বিকেল ৫ টা।

যোগ্য প্রার্থীদের উপরের তিন কার্যালয়ে ১২ ডিসেম্বর শনিবার, একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট (ইপিটি) দিতে হবে।

ইপিটি হাইকমিশন ও উপ-হাইকমিশন কার্যালয়ে একাধিক ব্যাচে সকাল ১১টা থেকে শুরু হবে। প্রতিটি টেস্টের সময়কাল ৩০ মিনিট।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষাৎকারের জন্য যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ (যথাযথভাবে প্রত্যয়িত) আবেদনত্রের দুই সেট হার্ড কপি জমা দিতে হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন, এডুকেশন উইং, হাই কমিশন অফ ইন্ডিয়া, হাউস-২, রোড-১৪২, গুলশান-১, ঢাকা-১২১২। ফোন: ৯৮৮৮৭৮৯-৯১, এক্সটেনশন: ১৪২ অথবা ৩১১; ই-মেইল: [email protected].

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।