ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
শাবিপ্রবিতে ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-১৫ সিলেট অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ গণিত সমিতির এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এ গণিত উৎসবের আয়োজন করেছে শাবিপ্রবি গণিত সমিতি।



শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ড. সাজেদুল করিম, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, রেজোয়ান আহমেদ, সহকারী প্রক্টর আলমগীর কবীর প্রমুখ।

প্রতিযোগিতার শীর্ষ ১০ প্রতিযোগী ১১ ডিসেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠেয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এছাড়াও প্রতিযোগিতায় গণিত বিভাগের স্নাতক পর্যায়ের একজন ও স্নাতকোত্তর পর্যায়ের দুইজনসহ মোট তিনজন বিজয়ীকে স্বর্ণপদক দেওয়া হবে।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক রেজোয়ান আহমেদ জানান, এবারের অলিম্পিয়াডে শাবিপ্রবিসহ সিলেট অঞ্চলের মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের প্রায় ১শ ৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো তথ্য www.sustmathsociety.org ওয়েবসাইটে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।