ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢামেকের ওয়েবসাইট হ্যাকড

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
ঢামেকের ওয়েবসাইট হ্যাকড

ঢাকা: সাইটের নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতার কথা উল্লেখ করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ওয়েবসাইট হ্যাক করেছে ‘হ্যাক্সরস্টেইনবিডি’ কোড নামের এক হ্যাকার।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢামেকের ওয়েবসাইটটি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।



এ সময় ওই ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হয়নি। সাইটটি অফলাইন (ডাউন) দেখা যাচ্ছিল।    

তবে, বিশেষভাবে ওয়েবসাইটটিতে প্রবেশ করে সেখানে হ্যাকিং সংক্রান্ত তথ্য ঝুলতে দেখা গেছে।

হ্যাকড হওয়া ওয়েবসাইটে হ্যাক্সরস্টেইনবিডি কোড নামের ওই হ্যাকার কিছু তথ্য ঝুলিয়ে দিয়েছে। সেখানে লেখা হয়েছে, Hey admin, kindly patch your site. Dont Blame me.
 
সেখানে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের ওয়েবসাইট হ্যাকের ধারাবাহিকতায় ঢামেকের ওয়েবসাইট হ্যাক করা হলো।

হ্যাকার আরও উল্লেখ করে, সাইটের নিরাপত্তার জন্য যেন তার সাহায্য নেওয়া হয়।

তবে ‘হ্যাক্সরস্টেইনবিডি’ কোড নামের ওই হ্যাকার কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

এ ব্যাপারে একাধিকবার ঢামেক অধ্যক্ষের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা  হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫/আপডেটেড: ১৭১৫    
এসএ/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।