ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবিতে শুরু হচ্ছে আন্তঃবিভাগ ক্রিকেট

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
ইবিতে শুরু হচ্ছে আন্তঃবিভাগ ক্রিকেট

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৫ শনিবার থেকে শুরু হচ্ছে।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন।


 
এ বছর প্রতিযোগিতায় ২১টি বিভাগ অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে লোক প্রশাসন বিভাগ ও আল কুরআন বিভাগ।
 
আন্তঃবিভাগ প্রতিযোগিতা শেষে আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে। এতে চারটি ছাত্র হল ও তিনটি ছাত্রী হল অংশ নিবে।
 
প্রতিযোগিতাকে সামনে রেখে মাঠ প্রস্তুতসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।