ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

অনার্স চতুর্থবর্ষের ফল প্রকাশ, পাসের হার ৭৬.১২

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
অনার্স চতুর্থবর্ষের ফল প্রকাশ, পাসের হার ৭৬.১২

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স চতুর্থবর্ষের পরীক্ষার ফল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত হয়েছে।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়েছে, এবারের পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় ২৮টি অনার্স বিষয়ে ২৪৫টি কলেজে মোট ১ লাখ চার হাজার ৪৫১ পরীক্ষার্থী অংশ নেন।

যেভাবে ফল জানা যাবে:
বিকেল ৫টায় যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে nuh4Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফল জানা যাবে। এছাড়া রাত ৮টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info  থেকে পাওয়া যাবে ফল।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএইচএস/আইএ

** অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।