ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

পি এসসি পরীক্ষা

সুন্দরগঞ্জে বহিষ্কৃত ১৯, একজনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সুন্দরগঞ্জে বহিষ্কৃত ১৯, একজনের জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে দুই কেন্দ্র থেকে ১৯ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে একজনকে জরিমানা করা হয়েছে।



বৃহস্পতিবার(২৬ নভেম্বর) উপজেলার বাজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।    

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, বহিষ্কৃতরা প্রকৃত পরীক্ষার্থীদের বদলে পরীক্ষায় অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) হবিবুল আলম বাংলানিউজকে জানান, বদলি পরীক্ষার্থীদের মধ্যে এক শিক্ষার্থীকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পিসি





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।