ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
খুলনা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৫ম সমাবর্তনে যোগ দিতে ক্যাম্পাসে পৌঁছেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে হেলিকপ্টারযোগে খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে অবতরণ করেন রাষ্ট্রপতি।

  এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্বোধনফলক উন্মোচন করবেন।

বেলা ২টা ৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি কনভোকেশন শোভাযাত্রাসহ মূল সমাবর্তন অনুষ্ঠানের প্যান্ডেলে আসবেন। রাষ্ট্রপতির মঞ্চে উপস্থিতির পরপরই জাতীয় সঙ্গীত ও পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হবে।

বেলা তিনটা আট মিনিটে তিনি সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন রাষ্ট্রপতি। পরবতীতে পর্যায়ক্রমে অন্যান্য কর্মসূচি পালিত হবে।

সমাবর্তনের মূল অনুষ্ঠানসূচি অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
সমাবর্তন অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তীর বছরব্যাপী উৎবের উদ্বোধন করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা,  নভেম্বর ২৫, ২০১৫
এমআরএম/এএসআর

** ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।