ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় পেছালো পরীক্ষা

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
বশেমুরবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় পেছালো পরীক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বশেমুরবিপ্রবি(গোপালগঞ্জ): গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সংঘর্ষের ঘটনায় দুই দিন শিক্ষাকার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। ফলে, চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা দুই দিন পিছিয়ে গেলো।



মঙ্গলবার(২৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হালিমা খাতুন এ ঘোষণা দেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় বহিরাগতদের হামলায় মাহাদী হাসান লালন নামে এক শিক্ষার্থী আহত হন। তিনি বশেমুরবিপ্রবির গণিত বিভাগের ৩য় বর্ষের ছাত্র। মাহাদীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর বিচার চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
পিসি/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।