ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বিইউপি’র বিভিন্ন কোর্সে ভর্তি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
বিইউপি’র বিভিন্ন কোর্সে ভর্তি শুরু

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) অধীনে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চের উইন্টার সেশনে অনার্স ও মাস্টার্সের বিভিন্ন কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

অডিওলোজি অ্যান্ড স্পিস ল্যাঙ্গুয়েজ প্যাথলোজিতে অনার্স, মাস্টার্স ও অনার্সে ব্যাচেলর অব এডুকেশন (স্পেশাল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন) এবং মাস্টার্সে মাস্টার অব স্পেশাল এডুকেশন প্রোগ্রামে ভর্তি হওয়া যাবে।



ভর্তির আবেদনপত্র ই-মেইলে সংগ্রহ করা যাবে। ভর্তির আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ৩০ নভেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর।

ভর্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই www.proyash.edu.bd ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এমআইএইচ/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।