ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আহমেদাবাদে এমবিএ ভর্তিচ্ছুদের আবেদন আহ্বান

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আহমেদাবাদে এমবিএ ভর্তিচ্ছুদের আবেদন আহ্বান

ঢাকা: ভারতের আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) ফ্ল্যাগশিপ পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনে এমবিএ অধ্যয়নে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

আহমেদাবাদের আইআইএম শিক্ষা প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজনেস স্কুল হিসেবে সুপরিচিত।



আইআইএম আহমেদাবাদ পোস্ট গ্রাজুয়েট কর্মসূচির অধীনে বিদেশি শিক্ষার্থীদের জন্য ৪৩টি আসন বরাদ্দ রেখেছে। ইনস্টিটিউট ও কোর্স বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় একটি অবহিতকরণ সংলাপ করবে।

এ বিষয়ে বিস্তরিত তথ্য জানা যাবে- www.global.iimahd.ernet.in. –এ। বাংলাদেশের আগ্রহী শিক্ষার্থীদের আইআইএম আহমেদাবাদ ওয়েবসাইট ভিজিট এবং আসন্ন রোডশো/ইনফরমেশন সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএস/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।