ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুবিতে রক্তদাতাদের সংগঠন বন্ধু’র যাত্রা শুরু

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
কুবিতে রক্তদাতাদের সংগঠন বন্ধু’র যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ’ স্লোগানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বন্ধু’।

রোববার (২২ নভেম্বর) অনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি ক্লাসে গিয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের তথ্য সংগ্রহ করা হয়।



সংগঠনের উপদেষ্টারা হলেন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মুহম্মদ আহসান উল্যাহ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সাইদুল আল-আমীন ও কাজী ওমর সিদ্দিকী রানা।
বন্ধু’র কুবি শাখার আহ্বায়ক আইনুন নিশাত চৌধুরী বাংলানিউজকে জানান, আমাদের মূল কাজ প্রয়োজন অনুযায়ী সবাইকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে দেওয়া।

তিনি প্রয়োজনে রক্তের জন্য এ নম্বরগুলোতে (০১৯৬৪৬৭৬৮৪৮, ০১৯২৪৩৪২৫১৬, ০১৬৭২৬১৬৭৯২, ০১৭৪৯০৪৬১৭৩) যোগাযোগ করা যাবে বলে জানান।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।