ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

হরতালে পেছালো কারিগরি বোর্ডের পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
হরতালে পেছালো কারিগরি বোর্ডের পরীক্ষা

ঢাকা: হরতালের কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য সোমবারের (২৩ নভেম্বর) পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে।
 
সোমবারের এসএসসি/দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির ওই সমাপনী পরীক্ষা আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।


 
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার (২৩ নভেম্বর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
 
কারিগরি বোর্ডের এক কর্মকর্তা জানান, ব্যবহারিক পরীক্ষা তাত্ত্বিক পরীক্ষা শেষে ২৮-৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
 
পরীক্ষার অন্য সূচি অপরিবর্তত থাকবে।
 
উচ্চ আদালতে মুজাহিদের ফাঁসি বহাল রাখায় জামায়াতের ডাকা হরতালে গত ১৯ নভেম্বর কারিগরি বোর্ডের নবম শ্রেণির সমাপনীর একটি পরীক্ষা স্থগিত করে ২৫ নভেম্বর নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।