ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

একটি সমাপনী পরীক্ষা ২০১৮ থেকে, ভাবছে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
একটি সমাপনী পরীক্ষা ২০১৮ থেকে, ভাবছে সরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা যখন অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত হবে তখন দুইটি সমাপনী পরীক্ষার পরিবর্তে একটি রাখা যায় কিনা তা ভেবে দেখবে সরকার।

রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিল সরকারি আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।



বিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানালেও শিশুদের মনোযোগ যেন বিঘ্নিত না হয়-সে কারণে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেননি মন্ত্রী।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, বর্তমানে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকায় দুইটি সমাপনী পরীক্ষা (প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী-জেএসসি/জেডিসি) অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা যখন অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত হবে, তখন দুইটি সমাপনী পরীক্ষার পরিবর্তে একটি রাখা যায় কিনা তা ভেবে দেখা হবে।

এর আগে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অভিভাবকদের সঙ্গে আলাপ করেন মন্ত্রী।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহ‍াপরিচালক মোহাম্মদ আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমআইএইচ/এটি

** সোমবারের পরীক্ষা পিছিয়ে ৩০ নভেম্বর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।