ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর

বশেমুরবিপ্রবিতে আনন্দ মিছিল

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বশেমুরবিপ্রবিতে আনন্দ মিছিল

গোপালগঞ্জ: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করায় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ফাঁসি কার্যকর হওয়ার পর তারা ক্যাম্পাসে এই আনন্দ মিছিল বের করেন।



বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস হল, স্বাধীনতা দিবস হলের শিক্ষার্থীরাও আনন্দ মিছিলে অংশ নেয়। এসময় তারা আনন্দ মিছিলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।