ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির হলে হলে আনন্দ মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
জাবির হলে হলে আনন্দ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র হলগুলোতে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) রাতে ফাঁসি কার্যকরের পর তারা এ আনন্দ মিছিল করে।



বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল, শহীদ সালাম বরকত হল, মওলানা ভাসানী হল ও আল বেরুনী হলসহ (বর্ধিতাংশ) ছাত্র হলগুলোর আনন্দ মিছিলে হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।

আ ফ ম কামালউদ্দিন হলে অনুষ্ঠিত আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করায় দেশ কলঙ্কমুক্ত হওয়ার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেলো।

মিছিলে ‘জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সাকা-মুজাহিদের ফাঁসি হলো, বাংলাদেশ ধন্য হলো’ স্লোগান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।