ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
যবিপ্রবিতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে সেমিনার

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যপ্রিবি) ‘ধারাবাহিক নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্কের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।



বিশ্ববিদ্যালয়ের ইএসটি অনুষদ ভবনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন এবং পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. সাইবুর রহমান মোল্যা এতে সভাপতিত্ব করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. বিপ্লব কুমার বিশ্বাস এবং পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রভাষক মোহা. মাহফুজুর রহমান।

সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নিরাপদ খাদ্য নেটওয়ার্কের যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং যবিপ্রবি পরিকল্পনা, পূর্ত ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক ড. মো. আব্দুর রউফ।
 
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।