ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুবির আইন-সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান নিয়োগ

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
কুবির আইন-সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান নিয়োগ রোকসানা আকতার ও মাহবুবুল হক ভূঁইয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে আইন বিভাগে প্রভাষক রোকসানা আকতারকে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক মাহবুবুল হক ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কুবি আইন' ২০০৬ এর অনুচ্ছেদ ২৪ (৩) এবং ২৮ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৩তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী স্ব স্ব বিভাগে নিয়োগ করা হয়।

কুবির জনসংযোগ কর্মকর্তা ইমদাদুল হক বাংলানিউজকে নিয়োগের বিষয়টি জানান।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কুবিতে নতুন এ দুই বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।