ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ছাত্রী উত্যক্তের জের

আযিযুল হক কলেজে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আযিযুল হক কলেজে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়া: ছাত্রী উত্যক্তের জের ধরে বগুড়া সরকারি আযিযুল হক কলেজে ছাত্রদের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


 
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করে এক ছাত্র। এ ঘটনার জের ধরে দু’গ্রুপ ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল ৩টার দিকে দু’পক্ষের মধ্যে সমঝোতা হয় বলে জানা গেছে।
 
শহীদ চাঁন্দু স্টেডিয়াম ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, আযিযুল হক কলেজে ছাত্রদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।