ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি’র প্রতি আসনে ভর্তিচ্ছু ২১

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
বশেমুরবিপ্রবি’র প্রতি আসনে ভর্তিচ্ছু ২১

বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ২১ ভর্তিচ্ছু ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এ তথ্য জানান।



তিনি জানান, পরীক্ষায় মোট এক হাজার ৪৩০ আসনের বিপরীতে ত্রিশ হাজার ১৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সে হিসেবে প্রতি ২১ জনের মধ্যে একজন ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ভর্তির জন্য আবেদন করেছেন ৩০ হাজার ১৯০ জন শিক্ষার্থী।

ইউনিট অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ‘এ’ ইউনিটে ১৪০ আসনের বিপরীতে ৫ হাজার ৫১৬ জন। ‘বি’ ইউনিটে ১৯০ আসনের বিপরীতে ২ হাজার ৮৩৫ জন। ‘সি’ ইউনিটে ২৬০ আসনের বিপরীতে ৭ হাজার ৭২৪ জন। ‘ডি’ ইউনিটে ১৬০ আসনের বিপরীতে ২ হাজার ৭৪৯ জন। ‘ই’ ইউনিটে ৩৪০ আসনের বিপরীতে ৬ হাজার ৩২৬ জন। ‘এফ’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে ৪ হাজার ৮২৭ জন। ‘জি’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ৩ হাজার ২৫৬ জন ভর্তির জন্য আবেদন করেছেন।

ভর্তি কমিটির তথ্যমতে, ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৩ ডিসেম্বর। আর ‘ই’, ‘এফ’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।