ঢাকা, রবিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

শিক্ষা

বিএইউএসটিতে তারমন বিবি ও আব্বাস উদ্দিনের নামে হল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
বিএইউএসটিতে তারমন বিবি ও আব্বাস উদ্দিনের নামে হল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিএইউএসটি) ক্যাম্পাসে তারামন বিবি বীর প্রতীক ও বিশিষ্ট সংগীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের নামে দু’টি হল উদ্বোধন করা হয়েছে।  

রোববার (১৫ নভেম্বর) দুপুরে তারামন বিবি ফিতা কেটে তার নামে করা ছাত্রী হলটি উদ্বোধন করেন।

এসময় প্রয়াত আব্বাস উদ্দিন আহমেদের নামে করা ছাত্র হলটি উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক।

undefined


হল দু’টি উদ্বোধনের সময় সংশ্লিষ্ট অনেকের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কবীরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হোসেন উপস্থিত ছিলেন।

তিন তলা ভবনের তিনশ’ আসন বিশিষ্ট তারামন বিবি হলটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় আট কোটি টাকা। এছাড়া আব্বাস উদ্দিন আহমেদ নামে পাঁচশ’ আসনের পাঁচতলা বিশিষ্ট হলটি প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।

নিজের নামে হল নির্মাণ করায় সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তারামন বিবি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।