ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি শুরু ১৫ নভেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি শুরু ১৫ নভেম্বর

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ১৫ নভেম্বর শুরু হবে। ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।



বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের SSC ও HSC পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions বা admissions.nu.edu.bd থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।