ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু শুক্রবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: দেশব্যাপী ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু হচ্ছে শুক্রবার (১৩ নভেম্বর) থেকে।

অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

এ বছর ছয়টি বিশ্ববিদ্যালয়ে ছয়টি আঞ্চলিক অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম অঞ্চল, ২০ নভেম্বর ঢাকা দক্ষিণ অঞ্চল, ২৬ নভেম্বর রাজশাহী অঞ্চল, ২৭ নভেম্বর ঢাকা উত্তর অঞ্চল, ২৮ নভেম্বর সিলেট অঞ্চল এবং ৪ ডিসেম্বর খুলনা অঞ্চলে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

আগামী ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
 
ছয়টি অঞ্চল থেকে একজন নারী প্রতিযোগীসহ মোট দশজন প্রতিযোগী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ দশজন প্রতিযোগীকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগ চূড়ান্ত পর্বের আয়োজন করবে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ