ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবির প্রথম র‍্যাগ ডে

বশেমুরবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
বশেমুরবিপ্রবির প্রথম র‍্যাগ ডে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জের): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রথম র‍্যাগ ডে উদযাপিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) র‍্যাগ ডে উপলক্ষে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



উদযাপন কমিটির সদস্য ও সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান বাংলানিউজকে বলেন, আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ, সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। তবে মূল অনুষ্ঠান কনসার্ট শুরু হবে বিকেল ৩টায়। কনসার্টে ব্যান্ড দল শিরোনামহীন গান পরিবেশন করবে।

তিনি আরও বলেন, পুরো অনুষ্ঠান জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী ছাড়াও পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও প্রয়োজনে র‍্যাব মোতায়েন করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ