ঢাকা, রবিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ভর্তির আবেদন শেষ রোববার

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
বশেমুরবিপ্রবিতে ভর্তির আবেদন শেষ রোববার

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি ) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন শেষ হচ্ছে রোববার (১৫ নভেম্বর) রাত ১২টায়। এর আগে ০১ অক্টোবর শুরু হয় এ প্রক্রিয়া।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ০২ থেকে ০৪ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা ০২ ডিসেম্বর ও সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ০৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ই, এফ এবং জি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৪ ডিসেম্বর।

undefined


বশেমুরবিপ্রবিতে এবার সাতটি অনুষদের ২০টি বিভাগে ভর্তি পরীক্ষার মাধ্যমে এক হাজার ৪৩০ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ বছরই বিশ্ববিদ্যালয়ে সমাজিক বিজ্ঞান অনুষদের অধীনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে মার্কেটিং বিভাগ, জীববিজ্ঞান অনুষদের অধীনে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও এগ্রিকালচার এবং আইন অনুষদের অধীনে আইন বিভাগ চালু হচ্ছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.bsmrstu.edu.bd -এ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।