ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইউনেস্কোতে বৈঠক

শিক্ষার মানোন্নয়নে তহবিল যোগানের আহ্বান নাহিদের

সিনিয়র করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
শিক্ষার মানোন্নয়নে তহবিল যোগানের আহ্বান নাহিদের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ / ফাইল ফটো

ঢাকা: শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় তহবিল যোগান দিতে ইউনেস্কোর সদস্য দেশসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্যারিসে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থাটির সদরদপ্তরে শিক্ষাসংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

শুক্রবার (৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে বিশ্বনেতাদের সম্মতির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বায়নের এ যুগে আগামী প্রজন্মকে বিশ্বসম্প্রদায়ের সম্পদ হিসেবে গড়ে তুলতে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই।

শিক্ষাখাতে বাংলাদেশের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের অঙ্গীকারের কথা উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশ সরকার দেশের বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত জনসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এমঅাইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।