ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আইইউবি’তে ইংরেজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
আইইউবি’তে ইংরেজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ’র (আইইউবি) ইংরেজি বিভাগের আয়োজনে ইংরেজি বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইইউবি’র বসুন্ধরা ক্যাম্পাসে ‘ডায়াসপারাস অ্যান্ড ডাইভারসিটিজ : টিচিং ইংলিশ ইন এ চেঞ্জিং’ শিরোনামে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে ৬৬টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।  


বৃহস্পতিবার আইইউবি’র ডিরেক্টর (ইনচার্জ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) হাসান সাইমুম ওয়াহাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে ‘ইংলিশ ম্যাটারস : ল্যাংগুয়েজ ইন এ মাল্টিকালচার ওয়ার্ল্ড’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

স্বাগত বক্তৃতা দেন- আইইউবি’র ইংরেজি বিভাগের প্রধান তৌহিদ বিন মুজাফ্ফার। আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম ওমর রাহমান ও স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিন অধ্যাপক জাকির হোসাইন রাজু।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
বিজ্ঞপ্তি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।