ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি কর্মচারী সমিতির ফুটবল টুর্নামেন্ট

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বশেমুরবিপ্রবি কর্মচারী সমিতির ফুটবল টুর্নামেন্ট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মচারী সমিতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হয়েছে গোলাপ দল।

সোমবার (০২ নভেম্বর) বিকেলে টাইব্রেকারের মাধ্যমে গোলাপ দল, জবা দলকে ৩-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।



খেলায় সেরা গোলদাতা ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রাশেদ খান এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন শাহবুদ্দিন।

চলতি বছরের ১৫ অক্টোবরে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেয়।

গোলাপ, শাপলা, জবা, জুঁই, টগর ও বেলি এ ছয়টি দলের মধ্যে গোলাপ ও জবা ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।