ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ডুয়েটে মেকানিক্যাল ডে ২৭ নভেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ডুয়েটে মেকানিক্যাল ডে ২৭ নভেম্বর

গাজীপুর: গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেকানিক্যাল ডে-২০১৫।

রোববার (০১ নভেম্বর) বিকেলে ডুয়েট’র সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোছা. কামরুন নাহারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ২৭ নভেম্বর সারাদিনব্যাপী অনুষ্ঠিতব্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচ থেকে ২৬তম ব্যাচ পর্যন্ত পাস করা সব গ্রাজুয়েটরা এতে অংশ নিতে পারবেন।

মেকানিক্যাল ডে-২০১৫ তে অংশ নিতে ইচ্ছুক গ্রাজুয়েটরা আগামী ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে (www.duet.ac.bd) রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত বিষয়টি পরবর্তীতে অনলাইনের মাধ্যমে প্রযোজনীয় তথ্যসহ জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।