ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

প্রশ্ন জালিয়াতি

ঢাবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ঢাবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।



প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী অভিযুক্ত ছাত্রদেরকে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

রোববার (০১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত ছাত্ররা হলেন- মো. ফরহাদ উদ্দিন (তথ্য প্রযুক্তি বিভাগ, ১ম বর্ষ), এস এম ইমরুল কায়েস শুভ (পদার্থ বিজ্ঞান বিভাগ, মাস্টার্স), দ্বীন মোহাম্মদ সোহেল (প্রাচ্যকলা বিভাগ, ৪র্থ বর্ষ)।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।