ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সিলেটে জেএসসি’র প্রথমদিনে অনুপস্থিত ২১৫১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
সিলেটে জেএসসি’র প্রথমদিনে অনুপস্থিত ২১৫১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথমদিনে সিলেটে দুই হাজার ১শ ৫১জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি।



রোববার (০১ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।
 
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মান্নান খান বাংলানিউজকে জানান, জেএসসি’র প্রথম দিন অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র বিষয়ে বিভাগের চার জেলার ১শ ১৯টি কেন্দ্রে এক হাজার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। এদিন অনুপস্থিত ছিলো দুই হাজার ১শ ৫১ জন পরীক্ষার্থী।

তাদের মধ্যে সিলেট জেলায় ৬শ ৪৮ জন, সুনামগঞ্জের ৫শ ২০ জন, হবিগঞ্জে ৫শ ১৬ ও মৌলভীবাজার জেলায় ৪শ ৬৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনী, বিদ্যালয় পরিচালনা কমিটি, ভিজিলেন্স টিম, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ২৮ হাজার ৯শ ৯৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৬ হাজার ১শ ১২ জন ও ছাত্রী ৭২ হাজার ৮শ ৮৭ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এএএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।