ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

কুবিতে আবৃত্তি সংগঠন অনুপ্রাসের সদস্য সংগ্রহ শুরু

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
কুবিতে আবৃত্তি সংগঠন অনুপ্রাসের সদস্য সংগ্রহ শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্রের নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে।

রোববার (০১ নভেম্বর) সকাল ৯টা থেকে ৫ দিন দিনব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, প্রমিত উচ্চারণ অনুশীলন ও আবৃত্তি শিল্পের উৎকর্ষ সাধনের লক্ষে তাদের এ পথচলা।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসের নির্ধারিত বুথে সদস্য আবেদন ফরম পাওয়া যাবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।