ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। রাজধানীর মোট ২৯টি শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।



বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতর থেকে বিষয়টি জানানো হয়।

আরও জানানো হয়, ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৭শ ৬০টি। এতে অংশ নেবে ৫৭ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭৬ জন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরআর /জেডএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।