ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকের জাতীয়করণকৃত ৫৯ শিক্ষককে নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
প্রাথমিকের জাতীয়করণকৃত ৫৯ শিক্ষককে নিয়োগ

ঢাকা: জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ৫৯ জন শিক্ষককে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
 
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের সুপারিশক্রমে ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে তাদের নিয়োগ কার্যকর হবে বলে বুধবার (২৮ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে।


 
আদেশে বলা হয়, প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ আইন, ১৯৭৪ এর ৬ ধারার অধীনে প্রণীত অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ এর বিধি ৪ এর উপবিধি (১) এ প্রদত্ত কর্তৃত্ববলে তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো।
 
নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (http://www.mopme.gov.bd) পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।