ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শের-ই বাংলা মেডিকেল কলেজের ৩ হল বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
শের-ই বাংলা মেডিকেল কলেজের ৩ হল বন্ধ ঘোষণা

বরিশাল: বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ফলে ছাত্রদের তিনটি হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য হাবিবুর রহমান, জামিলুর রহমান ও মইনুল হায়দার হল বন্ধ ঘোষণা করে। এ তিন হলের আবাসিক ছাত্রদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সংঘর্ষ থেমে গেলেও এখনো ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

শের-ই বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাকসিমুল হক বাংলানিউজকে জানান, সহিংসতা এড়াতে তারা ছাত্রদের তিনটি হল বন্ধের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।