ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি এ ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত, ডি ইউনিটের সোমবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
জাবি এ ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত, ডি ইউনিটের সোমবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির এ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। এদিকে সোমবার (২৬ অক্টোবর) ডি ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



এ ইউনিটের পরীক্ষা রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত চলে। মোট ৬টি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৫ শতাংশ।
 
বিভিন্ন অনুষদে ঘুরে দেখা গেছে, নতুন কলা মানবিকী অনুষদের ১১৮ নম্বর রুমে ৪৩টি আসনের মধ্যে ৪০ জন, ১১৭ নম্বর রুমে ৯৬টি আসনের মধ্যে ৮৮ জন, ২১৮ নম্বর রুমে ৪৩টি আসনের সবাই, ২১৬ নম্বর রুমে ৪০টি আসনের মধ্যে ৩৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 
অন্যদিকে, সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর গ্যালারিতে ১২০টি আসনের মধ্যে ১১১ জন, ১৩১ নম্বর গ্যালারিতে ১২০টি আসনের মধ্যে ১১১ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ হিসেবে গড়ে ৯৫ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষায়  উপস্থিত হয়েছেন।

এদিকে সোমবার (২৬ অক্টোবর) ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় প্রথম শিফট শুরু হবে সকাল ৯টায়।
 
এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দু’টি ইনস্টিটিউটে মোট আসন সংখ্যা ২০০০টি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে মোট দুই লাখ ২৬ হাজার ৫৭২ জন ভর্তিচ্ছু আবেদন করেন। এ শিক্ষাবর্ষে প্রতি আসনের বিপরীতে লড়বেন গড়ে ১১৩ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.juniv.edu/admission জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।