ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রোববার শুরু হচ্ছে জাবি ভর্তি পরীক্ষা

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
রোববার শুরু হচ্ছে জাবি ভর্তি পরীক্ষা

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা রোববার (২৫ অক্টোবর) শুরু হচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৯টায় ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) প্রথম সিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



এতে আরও বলা হয়, এ বছর প্রায় ২ হাজার সিটের বিপরীতে ২ লাখ ২৬ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.juniv.edu/admission) পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী (শিক্ষা) বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার হলে ক্যালক্যুলেটর, মোবাইল ফোনসহ যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। কেউ অসদুপায় অবলম্বন ও ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করলে তার বিরুদ্ধে পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫ আপডেট: ২১৪৫ ঘণ্টা.
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।