ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার রুটিন পরিবর্তন

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
গণ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার রুটিন পরিবর্তন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): শিক্ষার্থীদের চাপে সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ করেও পরিবর্তন করেছে গণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় পরীক্ষার রুটিন প্রকাশিত হয়।

ছুটির দিন ছাড়া একটানা পরীক্ষার সময়সূচি রেখে রুটিনটি তৈরি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর বেলা ১২টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে একটানা পরীক্ষার সিডিউল বাদ দেওয়ার দাবি জানান। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জরুরি বৈঠকে বসে। বৈঠকে পরীক্ষার রুটিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বাবু জানান, আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। রুটিন পরিবর্তনের কাজ চলছে, আশা করছি আজই নতুন রুটিন প্রকাশিত হবে।    

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ১৭৫০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।