ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন

রেজিস্ট্রেশনের শেষ সময় ৩০ নভেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
রেজিস্ট্রেশনের শেষ সময় ৩০ নভেম্বর

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশ নিতে সাবেক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশনের শেষ সময় ৩০ নভেম্বর।



মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম সমাবর্তনে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ৩০ নভেম্বর, ২০১৫ পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা এর অধিভুক্ত কলেজ/ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে ডিগ্রি পেয়েছেন তারাই রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন করতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এর Service  মেনুর Student Login  এ ঢুকে Alumni Registration Form পূরণ করতে হবে।

একই সঙ্গে ২০১৬ সালের শেষ দিকে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দিতে ইচ্ছুক কিনা তা উক্ত ফরমে অবহিত করার জন্য অনুরোধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।